দেশের সব জায়গায় যখন ভৈজ্য তেল উধাও তখন থেকেই অভিযানে নেমেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরসহ বিভিন্ন গোয়েন্দা সংস্থা । তারই পরিপ্রেক্ষিতে আজ ৯ মে (সোমবার) চট্টগ্রামের পাহাড়তলী বাজারের তিনটি গুদাম থেকে ১৫ হাজার লিটার সয়াবিন তেল জব্দ করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
দুপুরে পাহাড়তলী বাজারের সিরাজ ষ্টোরের ৩টি গুদাম থেকে এসব তেল জব্দ করা হয়। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিকার অধিদপ্তরের উপ-পরিচালক মোহাম্মদ ফয়েজ উল্লাহ জানান, বাজারে কৃত্রিম সংকটকে কাজে লাগিয়ে বেশী মুনাফার উদ্দেশ্যে তেলের বোতলগুলো বিশেষ কায়দায় লুকিয়ে রাখা হয়েছিল। এ সময় প্রতিষ্ঠানকে ১ লাখ ৭০ হাজার টাকা জরিমানা করা হয়।
তিনি আরও জোনান, বাজারে ভৈজ্য তেল সরবরাহ স্বাভাবিক না হওয়া পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে।