পৌরমেয়রের ব্যবসা প্রতিষ্ঠানে ৩ হাজার লিটার সয়াবিন তেল উদ্ধার
সিএইচটি টিভি ডেস্ক
  • প্রকাশিত : 12-05-2022
ফাইল ছবি : সংগৃহীত

নাটোরের বড়াইগ্রাম উপজেলার মৌমাখাড়া বাজারে পৌর মেয়র মাজেদুল বারী নয়নসহ শহরের অন্যান্য এলাকায় অভিযান চালিয়ে মোট ৫ হাজার ৩৫৯ লিটার সয়াবিন তেল আটক করা হয়েছে।

গতকাল ১২ মে (বুধবার) বিকেল ৫টা থেকে রাত ১০টা পর্যন্ত এই অভিযান পরিচালনা করা হয়। এ সময় অবৈধ মজুদ ও বাড়তি মূল্যে তেল বিক্রির দায়ে ৬ ব্যবসায়ীর কাছ থেকে এক লক্ষ  ৯৮ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরে র উপ-পরিচালক মেহেদী হাসান তানভীর জানান, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গতকাল বিকেলে বড়াইগ্রামের মৌখাড়া বাজারের নয়ন ডিপার্টমেন্টাল স্টোরের স্বত্বাধিকারী বড়াইগ্রাম পৌরসভার মেয়র মাজেদুল বারী নয়নের গোডাউনে র‌্যাবকে সাথে নিয়ে অভিযান চালায় ভোক্তা অধিকার সংরক্ষণ কর্মকর্তা । এ সময় ৩ হাজার লিটার সয়াবিন তেল আটক করা হয়। এছাড়া ১ লাখ টাকা জরিমানা করা হয়।

একই সময়ে শহরের অন্যান্য এলাকার বিভিন্ন জায়গা থেকেও মজুদকৃত সয়াবিন জব্দ করা হয়েছে বলে জানান তিনি।

পরে জব্দকৃত সোয়াবিন তেল খোলা বাজারে বিক্রি করা হয়।

শেয়ার করুন