‘চুমু-কাণ্ডে’ উদিত নারায়ণের মন্তব্য, ‘ওদের খুশি করতে হয়’
সিএইচটি টিভি ডেস্ক
  • প্রকাশিত : 02-02-2025
ফাইল ছবি : সংগৃহীত

এবার নতুন বিতর্কে জড়ালেন শিল্পী উদিত নারায়ণ। প্রকাশ্যে নারী ভক্তের ঠোঁটে ঠোঁট রেখে চুমু খেয়ে ৭০ ছুঁই ছুঁই গায়ক নিন্দার মুখে পড়েছেন। যদিও অভিযোগ বা সমালোচনা গায়ে মাখতে নারাজ উদিত; বরং দাবি করেছেন, তিনি ‘ভদ্রলোক’। ভক্তদের ভালোবাসা উপেক্ষা করতে চান না।
তখন মঞ্চে নিজেরই জনপ্রিয় গানের পরিবেশনা, ‘টিপ টিপ বারসা পানি’। উদিতের সঙ্গে গাইছে মিলনায়তন ভর্তি দর্শক–শ্রোতা। মঞ্চের সামনে পালাক্রমে কয়েকজন নারী ভক্ত এলেন সেলফি তুলতে। সেলফির আবদার মেটালেন। কিন্তু ছবি তোলার পাশাপাশি তিনি নারী ভক্তদের চুমু খেলেন। এমনকি একজনের ঠোঁটেও চুমু খেলেন। সামাজিক যোগাযোগমাধ্যমে এ দৃশ্যের ভিডিও ভাইরাল হয়। জনপ্রিয় এ গায়কের এমন আচরণ খুব একটা ভালো চোখে দেখছেন না ভক্তরা। ‘উদ্ভট’ আচরণের জন্য শিরোনাম হলেন বলিউড গায়ক উদিত নারায়ণ।

গাইতে গাইতে নারী দর্শকের ঠোঁটে চুমু, ভিডিও ভাইরাল

 

 

নেটিজেনদের কটাক্ষের জবাব দিলেন স্বয়ং উদিত। সামাজিক যোগাযোগমাধ্যমেই ব্যাখ্যা তথা জবাব দিলেন। তাঁর ভাষ্যে, ‘ভক্তদের আবদার রাখতে, তাঁদের খুশি করতে চুমু খাওয়া কোনো বড় ইস্যু না।’ সেই সঙ্গে নিজেকে নিপাট ভদ্রলোক বলেও সম্বোধন করেছেন অসংখ্য জনপ্রিয় গানের এ গায়ক।

‘প্যাহেলা নেশা’, ‘অ্যা ম্যারা হামসফর’, ‘জাদু তেরে নজর’ কিংবা ‘তেরে নাম’সহ অসংখ্য জনপ্রিয় গানের শিল্পী উদিতের বক্তব্য এমন, ‘আমাকে খুব ভালোবাসে ভক্তরা। তারা জানে আমরা কেমন মানুষ। আমরা নিপাট ভদ্র। বহু মানুষ আমাদের অনুপ্রেরণা দেন। তাঁরা তাঁদের ভালোবাসা এভাবেই প্রকাশ করেন। এটাকে এত বড় ইস্যু করার কোনো যৌক্তিকতা নেই। প্রচুর ভিড় হয়েছিল। আমার সঙ্গে দেহরক্ষীরাও ছিলেন। কিন্তু ভক্তরা আমার কাছে আসতে চেয়েছেন। একটু সেলফি তোলার আবদার করেছেন। কেউ আবার হ্যান্ডসেক করতে চেয়েছেন। অনেকেই আমার সঙ্গে শুধু হাত মিলিয়েছেন আবার কেউ কেউ হাতে চুমু খেয়েছেন। এগুলো ভক্তদের আনন্দ, তাঁদেরকেও তো খুশি করতে হয়। তাই এগুলো নিয়ে অযথা কথা বলা ঠিক না। বৃথা।’

 

তিনি উদিত নারায়ণ। তাঁর কণ্ঠে ‘পহেলা নেশা’, ‘অ্যা মেরা হামসফর’, ‘জাদু তেরে নজর’ কিংবা ‘তেরে নাম’-এর জাদুতে মুগ্ধ ভারতের কয়েক প্রজন্ম

তিনি উদিত নারায়ণ। তাঁর কণ্ঠে ‘পহেলা নেশা’, ‘অ্যা মেরা হামসফর’, ‘জাদু তেরে নজর’ কিংবা ‘তেরে নাম’-এর জাদুতে মুগ্ধ ভারতের কয়েক প্রজন্মফেসবুক থেকে

উদিত নারায়ণ আরও লিখেছেন, ‘আমার পরিবারে কোনো বিতর্ক নেই। কিন্তু এই মুহূর্তে মনে হচ্ছে যেন বিতর্ক তৈরির চেষ্টা চলছে। আদিত্যও খুব চুপচাপ। কোনো বিতর্কে জড়ায় না। আমি যখন স্টেজে গান গাই, তখন ভক্তরা এই রকমই আবদার করে। আমাদেরও উচিত ওদের খুশি করা। দীর্ঘ ৪৬ বছর আমি বলিউডে কাজ করছি। কখনো আমার ইমেজ নষ্ট হয়নি। ভক্তরা আমাকে সব সময় ভালোবেসেছে। আমিও হাতজোড় করে তাঁদের ভালোবাসাকে সম্মান করেছি। একটাই কথা মনে হয়, এই সময়টা যদি আর ফিরে না আসে।’
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, উদিত নারায়ণ তাঁর জনপ্রিয় এবং হিট গান ‘টিপ টিপ বারসা পানি’ গাইছেন।

তিনি যখন মঞ্চে পারফর্ম করছেন, তখন অনেক নারী ভক্ত মঞ্চের নিচে এসে জড়ো হন। শুরুতে দূর থেকেই তাঁর সঙ্গে সেলফি তোলার চেষ্টা করেন। কিন্তু সেটা দেখে সামনে এগিয়ে আসেন গায়ক। গাইতে গাইতেই মাটিতে বসে নিচু হয়ে তাঁদের সঙ্গে সেলফি তোলেন। ছবি তোলা শেষে পরপর বেশ কয়েকজন নারীর গালে চুমু খেতে থাকেন। উদিত নারায়ণের এই কাণ্ড দেখে রীতিমতো হইচই পড়ে গেছে নেটপাড়ায়। কেউ কেউ যদিও আবার রসিকতাও করছেন। একজন লিখেছেন, ‘ভাই, বয়স তো কম হলো না, এবার থামুন।’ আরেকজন লেখেন, ‘বুড়ো বয়সে কি ভিমরতি হয়েছে?’ একজন আবার দৃশ্যটা দেখে প্রশ্ন তুলেছেন অন্যভাবে,‘এটা কি এআই দিয়ে বানানো?’
তবে এ ভিডিও যে এআই দিয়ে বানানো নয়, তা উদিত নারায়ণের বক্তব্যেই স্পষ্ট।


 

শেয়ার করুন