জনপ্রিয় কমেডি ফ্র্যাঞ্চাইজি ‘হেরা ফেরি’র তৃতীয় কিস্তিকে ঘিরে চলমান জল্পনার অবসান ঘটল। নিশ্চিত হয়েছে, এই ছবিতে আর ‘বাবু রাও’ চরিত্রে দেখা যাবে না বলিউড অভিনেতা পরেশ রাওয়ালকে।
সূত্র জানাচ্ছে, ‘হেরা ফেরি ৩’ ছবির জন্য অগ্রিম নেওয়া ১১ লাখ রুপি প্রযোজনা সংস্থাকে ফেরত দিয়েছেন পরেশ রাওয়াল। শুধু তা–ই নয়, সেই অর্থের সঙ্গে প্রতিবছর ১৫ শতাংশ হারে সুদ যোগ করেও টাকা ফেরত দিয়েছেন তিনি। পাশাপাশি ক্ষতিপূরণ হিসেবেও কিছু অতিরিক্ত অর্থ দিয়েছেন, যাতে প্রযোজনা সংস্থা কোনোভাবে আর্থিক ক্ষতির সম্মুখীন না হয়।
‘হেরা ফেরি’ সিনেমার দৃশ্য। আইএমডিবি
এই সিদ্ধান্তের পেছনে কারণও উঠে এসেছে। জানা গেছে, ছবিটির জন্য পরেশ রাওয়ালের পারিশ্রমিক ধরা হয়েছিল ১৫ কোটি রুপি। তবে চুক্তি অনুযায়ী, এর মধ্যে মাত্র ১১ লাখ রুপি অগ্রিম দেওয়া হয় এবং বাকি অর্থ—প্রায় ১৪ কোটি ৮৯ লাখ রুপি—ছবির মুক্তির এক মাস পর পরিশোধের শর্ত ছিল। ছবিটির শুটিং শুরু হওয়ার কথা ২০২৬ সালের দিকে এবং মুক্তি সম্ভাব্য ২০২৬ সালের শেষ বা ২০২৭ সালের শুরুতে। এত দীর্ঘ সময় ধরে পারিশ্রমিকের জন্য অপেক্ষা করতে রাজি হননি এই বর্ষীয়ান অভিনেতা।
পরেশ রাওয়ালের এই সিদ্ধান্তের পর অক্ষয় কুমারের প্রযোজনা সংস্থা তাঁর বিরুদ্ধে ২৫ কোটি রুপির ক্ষতিপূরণ মামলা দায়ের করার প্রস্তুতি নিচ্ছিল। তবে সুদসহ অগ্রিম অর্থ এবং অতিরিক্ত ক্ষতিপূরণ ফেরতের পর আইনি জটিলতা আপাতত মিটে গেছে বলে ধারণা করা হচ্ছে।
এখন প্রশ্ন উঠেছে, ‘বাবু রাও’ চরিত্রে কে অভিনয় করবেন, তা এখনো নির্ধারিত হয়নি। ভক্তরা যদিও পরেশ রাওয়ালের বিকল্প ভাবতেই পারছেন না, তবে নির্মাতাদের সিদ্ধান্ত জানতে কিছুটা অপেক্ষা করতেই হবে।