পাকিস্তান, আফগানিস্তান, চীনের ত্রিপক্ষীয় বৈঠক, কী আলোচনা হলো
সিএইচটি টিভি ডেস্ক
  • প্রকাশিত : 11-05-2025
ফাইল ছবি : সংগৃহীত

ত্রিপক্ষীয় বৈঠক করেছেন পাকিস্তান, চীন ও আফগানিস্তানের প্রতিনিধিরা। আফগানিস্তানের রাজধানী কাবুলে দেশটির অন্তর্বর্তী পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি এ বৈঠকের আয়োজন করেন। বৈঠকে অর্থনৈতিক সম্পর্ক শক্তিশালী করার প্রতিশ্রুতি দিয়েছে তিন দেশ। আজ রোববার সংবাদমাধ্যম দ্য নিউজের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

আফগানিস্তানে ইসলামাবাদের বিশেষ প্রতিনিধি মোহাম্মদ সাদিক গতকাল বলেন, গতকাল শনিবার অনুষ্ঠিত এই ত্রিপক্ষীয় বৈঠকে আঞ্চলিক অর্থনীতি ও নিরাপত্তা-সংক্রান্ত বিষয়গুলোর ওপর জোর দেওয়া হয়েছে। এ ছাড়া অন্যান্য বিভিন্ন বিষয়ে সহযোগিতার সম্পর্ক জোরদার করতে প্রতিশ্রুতি দিয়েছে বৈঠকে অংশ নেওয়া পক্ষগুলো।

 

 

২০১৭ সালে পাকিস্তান, চীন ও আফগানিস্তানের মধ্যে একটি ত্রিপক্ষীয় সংলাপের কাঠামো গঠন করা হয়েছিল। এর লক্ষ্য ছিল অর্থনীতির সমন্বয়, সন্ত্রাসবিরোধী পদক্ষেপে পারস্পরিক সহযোগিতা এবং রাজনৈতিক আস্থা বৃদ্ধি করা। সংলাপের ওই কাঠামোর আওতায় এবার আলোচনায় বসল তিন দেশ। সেখানে চীনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন আফগানিস্তানে দেশটির বিশেষ দূত ইয়ুই সিয়াওইয়ং।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে মোহাম্মদ সাদিক বলেন, ‘কাবুলে আজ (শনিবার) পাকিস্তান, চীন ও আফগানিস্তানের মধ্যে প্রথম ত্রিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এর মধ্য দিয়ে অর্থনীতি ও নিরাপত্তাবিষয়ক সহযোগিতা এবং আঞ্চলিক স্থিতিশীলতা নিয়ে নিজেদের দৃষ্টিভঙ্গিগুলোয় ঐকমত্যের একটি সুযোগ তৈরি হয়েছে।’

 

আফগানিস্তানের সংবাদমাধ্যম আরিয়ানা নিউজের প্রতিবেদন অনুযায়ী, এর আগে সবশেষ সংলাপ যে অগ্রগতি হয়েছিল এবং যেসব প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, সেসব বিষয় পর্যালোচনা করে তিন পক্ষ। একই সঙ্গে ভবিষ্যতে কাবুলে তিন দেশের পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকের বিষয়ে একমত হয় তারা।


 

শেয়ার করুন