পাহাড় থেকে ৩০০ ফুট নিচে বাস, নিহত ৩৬
সিএইচটি টিভি ডেস্ক
  • প্রকাশিত : 15-11-2023
ফাইল ছবি : সংগৃহীত

ভারতের জম্মু কাশ্মীরে বাস খাদে পড়ে ৩৬ জন নিহত হয়েছে। একই দুর্ঘটনায় আহত হয়েছে আরও ১৯ জন। দেশটির স্থানীয় সময় আজ বুধবার (১৫ নভেম্বর) বাতোতে-কিশতোয়ার জাতীয় মহাসড়কের ত্রুনগাল-আসার এলাকায় রাস্তা থেকে ৩০০ ফুট নিচে পড়ে দুর্ঘটনাটি ঘটে। জম্মুর বিভাগীয় কমিশনার রমেশ কুমারের বরাতে এ তথ্য জানিয়েছে এনডিটিভি।

 

সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে (সাবেক টুইটার) এক পোস্টে কেন্দ্রীয় মন্ত্রী ড. জিতেন্দ্র সিং লেখেন, ‘আহতদের ডোডা ও কিশতোয়ার সরকারি হাসপাতালে নেওয়া হয়েছে। আহতদের উদ্ধার ও হাসপাতালে নেওয়ার জন্য হেলিকপ্টার ব্যবজার করা হচ্ছে।’

 

 

দুর্ঘটনার খবরে শোক জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এক্সে এক পোস্টে তিনি লেখেন, ‘জম্মু ও কাশ্মীরের ডোডায় বাস দুর্ঘটনা দুঃখজনক। যারা তাদের নিকটাত্মীয়দের হারিয়েছে তাদের পরিবারের প্রতি আমার সমবেদনা। আমি প্রার্থনা করি আহতরা দ্রুত সুস্থ হয়ে উঠুক।’

 

নিহতদের পরিবারকে দুই লাখ ও আহতদের ৫০ হাজার রুপি দেওয়া ঘোষণা দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী।

শেয়ার করুন