মাটিরাঙ্গাউপজেলা প্রশাসন মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে ৭১’র রনাঙ্গনের শহীদপরিবার ও বীর মুক্তিযোদ্ধাদেরসংবর্ধনা দিয়েছে । একইসাথে “জাতীরপিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ঐতিহাসিক নেতৃত্ব এবং সুবর্ণজয়ন্তীতে দেশের উন্নয়ন” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আজশনিবার (২৬ মার্চ) দুপুরের দিকে মাটিরাঙ্গা উপজেলা পরিষদ অডিটোরিয়ামে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধাপরিবারের সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার মিজ তৃলা দেব। সভায় প্রধানঅতিথি হিসেবে বক্তব্য রাখেন মাটিরাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম।
এছাড়াওমাটিরাঙ্গার সহকারী কমিশনার (ভূমি) আফরোজা হাবিব শাপলা, মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আলী, খাগড়াছড়ি জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. হানিফ হাওলাদার, মাটিরাঙা পৌর মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. আবুল হাশেম, মাটিরাঙ্গা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. আনিসুজ্জামান ডালিম ও খাগড়াছড়ি জেলামুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি মো. হারুন মিয়া প্রমুখ বক্তব্য রাখেন। স্বাগত বক্তব্যরাখেন মাটিরাঙ্গা উপজেলা সমাজ সেবা অফিসার মো. বাদশাহ ফয়সাল।
বিজয়অর্জনের ৫১ বছরের পরেও দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে উল্লেখ করে বক্তারা বলেন, বাংলাদেশের বিরুদ্ধে সকল ধরনের ষড়যন্ত্র মোকাবেলা করতে। মুক্তিযুদ্ধের প্রজন্মকেদেশের উন্নয়নের মিছিলে যোগ দিতে হবে। দেশকে সামনেরদিকে এগিয়ে নিয়ে যেতে যুদ্ধকালীন সময়ের মতোই মুক্তিযোদ্ধাদেরকেদেশের জন্য কাজ করার আহ্বান জানান বক্তারা।
উক্তসভায় বক্তারা আরও বলেন, শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে উন্নয়নের যে জোয়ার সৃষ্টি হয়েছে, তা ধরে রাখতে হলে নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধেরচেতনায় আরো বড় হতে হবে।
অনুষ্ঠানেরশুরুতেই ৭১’র রনাঙ্গনের বীরমুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারেরসদস্যদের ফুল দিয়ে বরণ করে নেন মাটিরাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম ও মাটিরাঙ্গা উপজেলানির্বাহী অফিসার মিজ তৃলা দেব সহ অতিথিবৃন্দ।