নানা আয়োজনের মধ্য দিয়ে খাগড়াছড়ির দীঘিনালায় পার্বত্য শান্তিচুক্তির রজতজয়ন্তী (২৫ বছর) পূর্তি উদ্যাপন করা হয়েছে। সেনাবাহিনীর দীঘিনালা জোনের আয়োজনে দিবসটি পালন উপলক্ষে আজ শুক্রবার সকালে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। জোনের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর মুহিত ইবনে জামান খান পিএসসির নেতৃত্বে কবাখালী বাজার থেকে শোভাযাত্রাটি শুরু হয়ে বাস টার্মিনাল ঘুরে এসে জোন সদরে শেষ হয়।
শোভাযাত্রায় উপজেলা পরিষদ চেয়ারম্যান হাজী মোহাম্মদ কাশেম, বিশিষ্ট ব্যবসায়ী হাজী মোহাম্মদ জসিম উদ্দিন, মেরুং ইউপি চেয়ারম্যানের মাহমুদা বেগম লাকি অংশগ্রহণ করেন। এ ছাড়া স্থানীয় নেতৃবৃন্দসহ কয়েক শ পাহাড়ি-বাঙালি উপস্থিত ছিলেন।