মাটিরাঙ্গায় অবৈধ পাহাড় কাটায় ভ্রাম্যমান আদালতে জরিমানা
সিএইচটি টিভি ডেস্ক
  • প্রকাশিত : 03-04-2022
ফাইল ছবি : সংগৃহীত

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় অবৈধভাবে পাহাড় কাটার দায়ে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ১ লাখ টাকা জরিমানা করেছে ।

মাটিরাঙ্গা উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভি ম্যাজিস্ট্রেট, মিজ আফরোজা হাবিব শাপলা এর নেতৃত্বে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়।

আজ ৩ এপ্রিল (রবিবার) দুপুরের দিকে উপজেলার গোমতীর বলীচন্দ্রপাড়ায় অবৈধভাবে পাহাড় কাটা হচ্ছে এমন বিস্বস্ত সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মো: সুজন মিয়া নামে এক ব্যাক্তিকে বালুমহাল ও মাটি ব্যাবস্থাপনা আইন ২০১০ এর (১৫) ২ ধারায় ১ লাখ টাকা জরিমানা করা হয়। একইসাথে
পাহাড় কাটায় ব্যাবহ্রত ১টি স্কেভেটর জব্দ করা হয়।

ভ্রাম্যমান আদালত অভিযান পরিচালনাকারী ম্যাজিস্ট্রেট জানান, পাহাড় কেটে পরিবেশের ভারসাম্য নষ্টকারীদের বিরুদ্ধে এ আদালত পরিচালনা অব্যাহত থাকবে।

শেয়ার করুন