ঈদের অগ্রিম টিকিট পাওয়া যাবে ৫ স্টেশনে
সিএইচটি টিভি ডেস্ক
  • প্রকাশিত : 14-04-2022
ফাইল ছবি : সংগৃহীত

আগামী ৩ মে পবিত্র ঈদুল ফিতর ধার্য করে ১ মে পর্যন্ত ঈদ যাত্রার অগ্রিম টিকিট বিক্রি করবে রেলওয়ে। অর্থাৎ অগ্রীম টিকিট ২৩ এপ্রিল থেকে বিক্রি শুরু হবে আর ১ মে টিকিট বিক্রয় শেষ হবে। আগাামী ২৭ এপ্রিল থেকে ট্রেনের ঈদযাত্রা শুরু হবে। কমলাপুর স্টেশনে ঈদের টিকিট কেনায় যাত্রীদের ভিড় সামলাতে এবার রাজধানীর ৫টি কেন্দ্রে ঈদের অগ্রিম টিকিট বিক্রি করা হবে বলে জানান রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন।

তিনি বলেন, এর ফলে অঞ্চলভেদে এসব স্টেশন থেকে ঈদ যাত্রার অগ্রিম টিকিট ক্রয় করতে পারবেন যাত্রীরা।

গতকাল বুধবার (১৩ এপ্রিল) দুপুরে রেল ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা জানান রেলমন্ত্রী।

যে ৫টি স্টেশনে টিকিট বিক্রি করা হবে সেগুলো হচ্ছে, কমলাপুর রেল স্টেশন, তেজগাঁও স্টেশন, ঢাকা ক্যান্টনমেন্ট স্টেশন, ঢাকা বিমানবন্দর স্টেশন ও ফুলবাড়িয়া (পুরাতন রেলওয়ে স্টেশন)।

রাজধানীর কমলাপুর রেল স্টেশন থেকে সমগ্র পশ্চিমাঞ্চলগামী ও খুলনাগামী স্পেশাল ট্রেনের টিকিট বিক্রি করা হবে।

তেজগাঁও স্টেশন থেকে ময়মনসিংহ, জামালপুরগামী ও দেওয়ানগঞ্জ স্পেশালসহ সকল আন্তঃনগর ট্রেনের টিকিট করা হবে।

বিমানবন্দর স্টেশন থেকে বিক্রি করা হবে চট্টগ্রাম ও নোয়াখালীগামী সকল আন্তঃনগর ট্রেনের টিকিট।

ঢাকা ক্যান্টনমেন্ট স্টেশন থেকে মোহনগঞ্জগামী মোহনগঞ্জ ও হাওড়া এক্সপ্রেস ট্রেনের টিকিট এবং ফুলবাড়িয়া স্টেশন (পুরাতন রেলওয়ে স্টেশন) থেকে সিলেট ও কিশোরগঞ্জগামী সকল আন্তঃনগর ট্রেনের টিকিট বিক্রি করা হবে।

সংবাদ সম্মেলনে রেলপথ মন্ত্রী জানান, এবার যাত্রীদের এনআইডি/জন্ম সনদ ফটোকপি কাউন্টারে প্রদর্শনপূর্বক টিকিট ক্রয় করতে হবে। এসব ব্যতীত অন্য কোনো পরিচয়পত্র দিয়ে ট্রেনের টিকিট কাটা যাবে না।

অন্যদিকে ২৯ এপ্রিল থেকে ঈদযাত্রীদের ভ্রমণের সুবিধার্থে ছয় জোড়া বিশেষ ট্রেন পরিচালনা করবে রেলওয়ে।

মন্ত্রী বলেন, ঈদের এ বিশেষ ট্রেনগুলো নিয়মিত চলাচল করা ট্রেনগুলোর পাশাপাশি চলবে। আগামী ২৯ এপ্রিল থেকে ঢাকা হতে বিভিন্ন রুটে চলাচল করবে। ঈদের আগে ১ মে পর্যন্ত এবং ঈদের পর ৮ মে পর্যন্ত চলবে বিশেষ ট্রেন।

রেলমন্ত্রী জানান, ঈদের আগে ১ মে পর্যন্ত খুলনা স্পেশাল (মৈত্রীর রেক দিয়ে) খুলনা-ঢাকা-খুলনা রুটে চলাচল করবে। ঈদের দিন ভৈরববাজার-কিশোরগঞ্জ-ভৈরববাজার শোলাকিয়া স্পেশাল-১ ও শোলাকিয়া স্পেশাল-২ চলবে।

অপরদিকে, ২৯ এপ্রিল থেকে ১ মে পর্যন্ত এবং ঈদের পর ৪ থেকে ৮ মে পর্যন্ত ঢাকা-দেওয়ানগঞ্জ-ঢাকা রুটে দেওয়ানগঞ্জ স্পেশাল চলবে। একই সময় চট্টগ্রাম-চাঁদপুর-চট্টগ্রামে চাঁদপুর স্পেশাল-১ ও চাঁদপুর স্পেশাল-২ চলবে।

অগ্রিম টিকিট বিক্রি চলবে আগামী ২৭ এপ্রিল পর্যন্ত।

রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন আরও বলেন, ২৩ এপ্রিল টিকিট বিক্রি হবে ২৭ এপ্রিলের ট্রেনের, ২৪ এপ্রিল বিক্রি হবে ২৮ এপ্রিলের টিকিট, ২৫ এপ্রিলের টিকিটে ২৯ এপ্রিল, ২৬ এপ্রিলের টিকিটে ৩০ এপ্রিল, ২৭ এপ্রিল ১ মের ট্রেনের টিকিট বিক্রি করা হবে।

এদিকে ঈদযাত্রায় সাতদিন আন্তঃনগর ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল করা হয়েছে। এতে অতিরিক্ত ৯২টি আন্তঃনগর ট্রেন ‘বিশেষ ট্রিপ’ হিসেবে পরিচালিত হবে। তবে ঈদের দিন আন্তঃনগর ট্রেন চলাচল বন্ধ থাকবে। 

শেয়ার করুন