বিসিবির পরিচালকদের হোয়াটসঅ্যাপ গ্রুপে প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরীর বার্তা—২১ আগস্ট (আগামীকাল) বিসিবির পরিচালনা পর্ষদের জরুরি সভা। সভার ভেন্যু সচিবালয়ে অবস্থিত যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের কনফারেন্স রুম। একই বিষয় চিঠির মাধ্যমেও পরিচালকদের জানানো হয়েছে।
চিঠিটি ছাড়া হয়েছে গতকাল ১৯ আগস্ট, যেটিতে সভার আলোচ্যসূচির তালিকায় আছে তিনটি বিষয়। ২ জুলাই অনুষ্ঠিত ১১তম বোর্ড সভার কার্যবিবরণী অনুমোদন, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কার্যক্রম পরিচালনার পথে থাকা চ্যালেঞ্জ নিয়ে আলোচনা ও সিদ্ধান্ত এবং বিসিবির ব্যাংক হিসাব পরিচালনার জন্য স্বাক্ষর করার ক্ষমতা প্রদানের সিদ্ধান্ত। চিঠিতে সভা শুরুর সময় উল্লেখ না থাকলেও জানা গেছে, সেটি শুরু হতে পারে বেলা ১১টায়।