গাজীপুরের শ্রীপুর উপজেলার দক্ষিণ ভাংনাহাটি গ্রামে একটি বোতাম কারখানায় আগুনের ঘটনার পর ধ্বংসস্তূপ থেকে আরও একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ সোমবার ভোরে মরদেহটি উদ্ধার করা হয়। এ নিয়ে এম অ্যান্ড ইউ ট্রিমস লিমিটেড নামের ওই বোতাম তৈরির কারখানায় আগুনে নিহত মানুষের সংখ্যা বেড়ে ৩–এ দাঁড়িয়েছে।
সর্বশেষ উদ্ধার করা লাশটির পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। আজ সকাল ৭টার দিকে এ তথ্য জানিয়েছেন শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জয়নাল আবেদীন।
এর আগে গতকাল রোববার বিকেল পৌনে ৪টায় ও সন্ধ্যা ৭টায় ঘটনাস্থল থেকে দুজনের মরদেহ উদ্ধার করেছিল ফায়ার সার্ভিস। ওই দুজনের নাম-পরিচয়ও নিশ্চিত হওয়া যায়নি। তবে তাঁরা দুজন ওই কারখানায় রঙের কাজ করছিলেন বলে কয়েকটি সূত্র জানিয়েছে। এ ঘটনায় আহত অন্তত পাঁচজনকে ঢাকায় চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়।
এ বিষয়ে এম অ্যান্ড ইউ ট্রিমস লিমিটেড কারখানাটির উৎপাদন ব্যবস্থাপক আবদুর রহমান বলেন, ‘গতকাল খাবারের বিরতির সময় দুপুরে কারখানায় প্রায় সবাই বাইরে ছিলেন। এ সময় কেমিক্যাল গুদামে হঠাৎ আগুন লাগে। মুহূর্তে তা ছড়িয়ে পড়ে। এ সময় কারখানার ভেতরে রংমিস্ত্রিরা কাজ করছিলেন। আগুন লাগার পর কেমিক্যালভর্তি কয়েকটি ড্রাম বিস্ফোরিত হয়ে তাঁরা দগ্ধ হন। নিহত ব্যক্তিদের প্রায় সবাই রংমিস্ত্রি।’
উল্লেখ্য, এম অ্যান্ড ইউ ট্রিমস লিমিটেড নামের ওই বোতাম তৈরির কারখানাটি মেঘনা গ্রুপের একটি অঙ্গপ্রতিষ্ঠান। গতকাল বেলা দেড়টার দিকে ওই কারখানার গুদামে আগুন লাগে। ফায়ার সার্ভিসের সাতটি ইউনিটের চেষ্টায় বিকেল ৪টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এরপর চলে ডাম্পিংয়ের কাজ।