শিক্ষা মন্ত্রণালয়ের দিকে গেছে তিতুমীর কলেজের শিক্ষার্থীদের প্রতিনিধিদল
সিএইচটি টিভি ডেস্ক
  • প্রকাশিত : 19-11-2024
ফাইল ছবি : সংগৃহীত

সরকারি তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয় করার দাবিতে সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠক করতে শিক্ষা মন্ত্রণালয়ের দিকে গেছে আন্দোলনরত শিক্ষার্থীদের একটি প্রতিনিধিদল। আজ মঙ্গলবার সকাল থেকে কলেজ ক্যাম্পাসে অবস্থান করার পর বিকেলে ১৪ সদস্যের একটি প্রতিনিধিদল সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের দিকে যায়।

তিতুমীর কলেজের আন্দোলনরত শিক্ষার্থী শাফায়েত শফিক প্রথম আলোকে এ তথ্য জানান। ১৪ সদস্যের প্রতিনিধিদলের নামও জানিয়েছেন তিনি। তাঁরা হলেন মাহমুদ হাসান মুক্তার, মোশাররফ রাব্বি, নেয়েক নূর মোহাম্মদ, আবদুল হামিদ, নূরুদ্দিন জিসান, মতিউর রহমান জয়, জাহাঙ্গীর সানি, মেহেদী হাসান মাল, আমিনুল ইসলাম, মোহাম্মদ বেল্লাল, আল নোমান নিরব, হাবিবুল্লাহ রনি, তোয়াহা ও কাউসার।

শেয়ার করুন