আট দিন পেরিয়ে গেলেও এখনো জ্ঞান ফেরেনি অভিনেত্রী সীমানার। এদিকে তাঁর শারীরিক অবস্থার অবনতি হচ্ছে। মস্তিষ্কে রক্তক্ষরণের পর এই অভিনেত্রীর সার্জারি করা হয়। তার পর থেকেই তিনি আইসিইউতে। এর মধ্যে জটিল আকার ধারণ করেছেন কিডনি সমস্যা। জরুরি ভিত্তিতে কিডনি ডায়ালাইসিস করাতে হবে জানান, অভিনয় শিল্পী সংঘের সভাপতি আহসান হাবীব নাসিম।
আজ দুপুরে আহসান হাবীব নাসিম প্রথম আলোকে বলেন, ‘সকালেই সীমানার শারীরিক অবস্থা বিবেচনায় তাঁকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে স্থানান্তর করার কথা ছিল। কিন্তু শেখ মুজিব মেডিকেলে আপাতত আইসিইউ খালি নেই। সেখানকার চিকিৎসকেরা নিউরোসায়েন্সের চিকিৎসকদের সঙ্গে কথা বলেছেন। আপাতত সেখানেই চিকিৎসা চলবে। পর্যায়ক্রমে পরিস্থিতি বুঝে তাঁকে স্থানান্তর করা হবে।’ সীমানা আট দিন ধরে চিকিৎসাধীন। গতকাল সেখানকার চিকিৎসকেরা জানিয়ে দিয়েছেন তাঁদের আর করার কিছু নেই।