দেশে আবারও তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম ভোক্তাপর্যায়ে বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ফলে বিশ্ব বাজারে গ্যাসের দাম বেড়ে যাওয়ায় টানা তৃতীয় মাসের মতো দেশের বাজারে এলপিজির দাম বাড়ানো হলো।
আজ রোববার সন্ধ্যা ৬টা থেকে নতুন দাম কার্যকর হবে। নতুন দামে ১২ কেজি সিলিন্ডারের এলপিজি ১ হাজার ৪৩৯ টাকা করা হয়েছে।
অনলাইন সংবাদ সম্মেলনে এ দাম ঘোষণা করে বিইআরসি। এবার ১২ কেজিতে দাম বেড়েছে ৪৮ টাকা। মার্চে বেড়েছিল
বিইআরসির মাসিক ঘোষণায় জানানো হয়, এপ্রিলের জন্য সৌদি আরামকো প্রোপেন প্রতি টন ৯৪০ ডলার এবং বিউটেন ৯৬০ ডলার নির্ধারণ করা হয়েছে। ৩৫ অনুপাত ৬৫ হারে মিশ্রনের পর গড় মূল্য দাঁড়ায় ৯৫৩ ডলার।
বেসরকারি খাতে প্রতি কেজি এলপিজির নতুন দাম ১১৯ টাকা ৯৪ পয়সা, যা সর্বোচ্চ খুচরা মূল্য। এ হিসাবে বিভিন্ন পরিমাণের এলপিজি সিলিন্ডারের দাম নির্ধারিত হবে। এ ছাড়া গাড়িতে ব্যবহৃত এলপিজির (অটো গ্যাস) নতুন দাম নির্ধারণ করা হয়েছে প্রতি লিটার ৬৭ টাকা ২ পয়সা, যা আগে ছিল ৬৪ টাকা ৭৮ পয়সা।
গত বছরের ১২ এপ্রিল দেশে প্রথমবারের মতো এলপিজির দাম নির্ধারণ করেছিল এ সংস্থা। এরপর থেকে প্রতি মাসে একবার দাম সমন্বয় করা হচ্ছে।