করোনার টিকা না নিলে চাকরি যেতে পারে গুগলকর্মীদের
সিএইচটি টিভি ডেস্ক
  • প্রকাশিত : 17-12-2021
ফাইল ছবি : সংগৃহীত

করোনাভাইরাসের টিকা না নিলে বেশ বিপাকেই পড়তে হবে গুগলকর্মীদের। এই বার্তায় এমন হুমকি দিয়েছে টেক জায়ান্ট প্রতিষ্ঠান গুগল। খবর সিএনবিসির।

টিকা সংক্রান্ত নিয়ম অনুসরণ না করলে বেতন কেটে নেওয়া হবে। এমনকি চাকরিও যেতে পারে তাদের।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, গুগল জানিয়েছে ৩ ডিসেম্বর পর্যন্ত টিকার সমস্ত কাগজপত্র দাখিল করতে হবে। তার পরের তারিখের কোনও কাগজ জমা নেওয়া হবে না। যারা ওই সময়ের মধ্যে কাগজপত্র দেখাতে পারেননি তাদের বিরুদ্ধে পদক্ষেপ করবে সংস্থা।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, ১৮ জানুয়ারির মধ্যে যে সব কর্মী করোনাভাইরাসের টিকার নিয়ম অনুসরণ করবেন না তাদের ৩০ দিনের জন্য বেতনসহ ছুটিতে পাঠানো হবে। তার পর ৬ মাসের জন্য বেতনহীন ছুটিতে পাঠানো হবে। এমনকি চাকরিও হারাতে পারেন তারা। যদিও এই বিষয়টি প্রকাশ্যে আসার পর গুগলের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

শেয়ার করুন