পুলিশবিহীন রাজধানীতে কিছু এলাকায় রাতে ডাকাতির ঘটনা ঘটছে। এতে বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়ছে আতঙ্ক। নির্ঘুম রাত কাটাচ্ছে মানুষ। ডাকাতি ঠেকাতে অনেক এলাকায় রাতভর পাহারা দিচ্ছে এলাকাবাসী। বাসিন্দারা বলেছেন, থানা-পুলিশের কার্যক্রম শুরু করা এখন খুবই জরুরি।
মিরপুর, মোহাম্মদপুর, বছিলা, কালশী, ইসিবি চত্বর, উত্তরা, বাড্ডা ও ধানমন্ডি এলাকায় ডাকাতির চেষ্টা হচ্ছে বলে জানিয়েছেন এলাকাবাসী। আতঙ্কে কিছু এলাকায় রাত জেগে পাহারা বসিয়েছে ছাত্র–জনতা। কোথাও কোথাও মসজিদের মাইকে দেওয়া হচ্ছে সতর্কতার বার্তা। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকেও পোস্ট করা হচ্ছে এমন তথ্য।