রাজধানী ঢাকার ধানমন্ডি ৮ নম্বর সড়কে ভিকারুননিসা নূন স্কুলের গলিতে ছয়তলা একটি ভবনে গতকাল বুধবার ভোরে দুর্ধর্ষ ডাকাতির সময় ঘটনাস্থল থেকে চারজনকে আটক করতে পুলিশকে সহায়তা করেন ছয় নিরাপত্তাকর্মী। সাহসিকতার জন্য ওই ছয়জনকে পুরস্কৃত করা হয়েছে ও পুলিশের অক্সিলিয়ারি ফোর্সে নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।
আজ বৃহস্পতিবার ঢাকা মহানগর পুলিশের উপকমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান প্রথম আলোকে এ কথা জানান। অক্সিলিয়ারি ফোর্স পুলিশের সহায়ক বাহিনী হিসেবে কাজ করে।
পুরস্কার পাওয়া ছয়জন হলেন স্বপন ভূঁইয়া (২৫), মো. বিজয় (৪০), রিয়াজুল ইসলাম (৩৪), দেলোয়ার হোসেন (২০), মো. সিয়াম (১৮) ও মো. টনি (২০)। তাঁদের পাঁচ হাজার টাকা করে পুরস্কার দিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।
গতকাল বুধবার ভোরে ধানমন্ডিতে ছয়তলা ওই ভবনে র্যাব পরিচয়ে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটে। ভবনটিতে থাকা বাড়ি, স্বর্ণালংকারের দোকান ও কয়েকটি ব্যবসাপ্রতিষ্ঠান থেকে ডাকাতেরা প্রায় সাড়ে ৩৬ লাখ টাকা ও স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়। ডাকাতির একপর্যায়ে পুলিশের ওপরও হামলা করা হয়।
ওই ভবনটি এম এ হান্নান আজাদের। একপর্যায়ে এম এ হান্নানকে জোর করে নিচে নিয়ে গাড়িতে ওঠানোর চেষ্টা করে ডাকাতেরা। এ সময় পাশের নির্মাণাধীন ভবনের ছয়জন নিরাপত্তাকর্মী চার ডাকাতকে ধরতে পুলিশকে সহায়তা করেন।
এ ঘটনায় গ্রেপ্তার ও পালিয়ে যাওয়া আটজন ও অজ্ঞাতনামা আরও ১০-১২ জনের বিরুদ্ধে ধানমন্ডি থানায় একটি মামলা করা হয়। পরে আজ ভোরে হাজারীবাগ থানা এলাকায় অভিযান চালিয়ে ডাকাতির ঘটনায় আরও দুজনকে গ্রেপ্তার করে ধানমন্ডি থানা–পুলিশ।
গ্রেপ্তার হওয়া মোট ছয়জন হলেন ফরহাদ বিন মোশারফ (৩৩), ইয়াছিন হাসান (২২), মোবাশ্বের আহাম্মেদ (২৩), ওয়াকিল মাহমুদ (২৬), আবদুল্লাহ (৩২) ও সুমন (২৯)।