বেসরকারি নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে নতুন করে ২৭১৬ এমপিওভুক্ত করা হয়েছে।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের অনুমোদনের পর বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্তি সংক্রান্ত সারসংক্ষেপ শিক্ষা মন্ত্রণালয়ে এসেছে। আজ ৬ জুলাই (বুধবার) শিক্ষামন্ত্রী সংবাদ সম্মেলন করে এর আনুষ্ঠানিক ঘোষণা দেবেন। শিক্ষা মন্তণালয় সূত্র এ তথ্য জানিয়েছে।
বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানকে এমপিওভুক্তির জন্য প্রাথমিক তালিকা করে এমপিও যাচাই-বাছাই কমিটি। এ তালিকা শিক্ষামন্ত্রীর অনুমোদনের জন্য পাঠানো হয়। শিক্ষামন্ত্রীর অনুমোদনের পর এটি প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হয়। প্রধানমন্ত্রীর অনুমোদন শেষে এ এমপিওভুক্তি চূড়ান্ত হয়।
এদিকে, আজ ৬ জুলাই (বুধবার) সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনাও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান নতুন করে এমপিওভুক্তির ঘোষণা দিয়েছেন।
সর্বশেষ ২০১৯ সালে ২ হাজার ৭৩০টি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানকে এমপিওভুক্তির ঘোষণা দিয়েছিল সরকার। এর মধ্যে দুই হাজার ৬২২টি শিক্ষা প্রতিষ্ঠান এমপিওর ছাড়পত্র পায়।
বর্তমানে দেশে এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা ২৮ হাজার ৯১০টি। এর মধ্যে স্কুল ১৮ হাজার ১৯৭টি, কলেজ দুই হাজার ৩৬৫টি, মাদ্রাসা সাত হাজার ৬১৮টি।