পথে পথে গান গেয়ে ত্রাণ সংগ্রহ করছেন শিক্ষার্থীরা
সিএইচটি টিভি ডেস্ক
  • প্রকাশিত : 28-08-2024
ফাইল ছবি : সংগৃহীত

দুর্যোগময় মুহূর্তে বন্যাদুর্গতদের জন্য সহায়তার হাত বাড়িয়ে দিতে পথে পথে গানে গানে আহ্বান জানানোর ঐতিহ্য রয়েছে সংস্কৃতিসেবী ও শিক্ষার্থীদের। সেই ঐতিহ্যের ধারাতেই ঢাকা মহানগরের বিভিন্ন সড়কের মোড়ে গান গেয়ে পূর্বাঞ্চলের বন্যাকবলিত মানুষদের জন্য ত্রাণ সংগ্রহ করছেন সাউথ ইস্ট ইউনিভার্সিটির কালচারাল সোসাইটির শিক্ষার্থী ও ব্যান্ড দল অবশেষ। গানে গানে তাঁরা আর্তমানবতার সেবায় সহায়তার হাত বাড়িয়ে দিতে নগরবাসীর প্রতি আহ্বান জানাচ্ছেন।

আজ বুধবার দুপুরে সাউথ ইস্ট ইউনিভার্সিটির কালচারাল সোসাইটির ও ব্যান্ড দল অবশেষ-এর সদস্যদের সঙ্গে দেখা হলো তেজগাঁও শিল্প এলাকায় নাবিস্কো মোড়ে। ফুটপাতে গিটার বাজিয়ে গান করছিলেন তারা। ‘এমন দেশটি কোথাও খুঁজে পাবে নাকো তুমি’ গাইছিলেন তাঁরা।

শেয়ার করুন