ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্র কুলেবা আজ বুধবার পদত্যাগ করেছেন। এর আগের দিন গতকাল মঙ্গলবার এক দিনেই দেশটির পাঁচ মন্ত্রী পদত্যাগ করেন। ওই দিন দায়িত্ব থেকে সরে যান ঊর্ধ্বতন এক সরকারি কর্মকর্তাও।
রাশিয়ার সঙ্গে যুদ্ধ শুরুর প্রায় আড়াই বছর পর গুরুত্বপূর্ণ এক সন্ধিক্ষণে এসে সম্প্রতি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি তাঁর সরকারে বড় রকম রদবদল আনার নির্দেশ দেন।
ইউক্রেনের বাইরে বহির্বিশ্বে প্রেসিডেন্ট জেলেনস্কির পর দেশটির সবচেয়ে পরিচিত মুখ ছিলেন পররাষ্ট্রমন্ত্রী কুলেবা। আগামী দিনগুলোতে জেলেনস্কি সরকারের আরও মন্ত্রী পদত্যাগ করবেন এবং তাঁদের স্থানে নতুন মুখ আসবেন বলে মনে করা হচ্ছে।