পিটিয়ে হত্যার পর নিহতের বাবা-ভাইয়ের কাছে চেয়েছিল লাখ টাকা মুক্তিপণ
সিএইচটি টিভি ডেস্ক
  • প্রকাশিত : 11-06-2024
ফাইল ছবি : সংগৃহীত

নরসিংদীর মনোহরদীতে চোর সন্দেহে কামাল মিয়া (৩৫) নামের এক যুবককে পিটিয়ে হত্যার পর লাশ লুকিয়ে ‘জীবিত ছেড়ে দেওয়ার’ কথা বলে তাঁর বাবা ও ভাইয়ের কাছে এক লাখ টাকা মুক্তিপণ চেয়েছিলেন হত্যাকারীরা। তবে কামালকে ‘চোখে না দেখে’ মুক্তিপণ দিতে রাজি হয়নি পরিবার। নিহত কামালের বাবা মো. হোসেন মিয়া ও ছোট ভাই মো. কাজল মিয়া প্রথম আলোকে এসব কথা বলেছেন।

শনিবার রাতভর মনোহরদী উপজেলার চন্দনবাড়ি ইউনিয়নের মহিষাকান্দি গ্রামে চোর সন্দেহে কামাল মিয়াকে উপর্যুপরি পেটান স্থানীয় একদল ব্যক্তি। এরপরও প্রায় ১২ ঘণ্টা তিনি বেঁচে ছিলেন। রোববার দুপুরে তাঁর মৃত্যু হয়। জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল পেয়ে বিকেলে তাঁর লাশ উদ্ধার করে পুলিশ। রাতভর থানায় রেখে গতকাল সোমবার ভোরে লাশ নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়। সেখানে ময়নাতদন্ত শেষে বিকেলে পরিবারের সদস্যদের কাছে লাশ হস্তান্তর করে পুলিশ।

শেয়ার করুন