ঢাকা মহানগর দায়রা জজ আদালতের প্রধান পাবলিক প্রসিকিউটর (পিপি) পদে নিয়োগ পাওয়া এহসানুল হক সমাজী যোগদানে অপারগতা জানিয়েছেন।
আজ বৃহস্পতিবার আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের সলিসিটার অনুবিভাগকে (জিপি-পিপি শাখা) চিঠি দিয়ে তিনি পিপি পদে যোগদানে অপারগতা জানান।
সুপ্রিম কোর্টের আইনজীবী এহসানুল হক সমাজী প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন ।