রাজধানীর মোহাম্মদপুরের জাকির হোসেন রোডে উন্নয়নকাজের জন্য মাটি খোঁড়ার সময় আজ বুধবার বিকেলে গ্রেনেডসদৃশ একটি বস্তু বেরিয়ে আসে। এ নিয়ে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে পুলিশ গিয়ে ঘটনাস্থল ঘিরে রেখেছে।
আজ বিকেলে যোগাযোগ করা হলে পুলিশের তেজগাঁও বিভাগের উপকমিশনার এইচ এম আজিমুল হক প্রথম আলোকে বলেন, উদ্ধার করা গ্রেনেডসদৃশ বস্তুটি আসলে কী, তা জানতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বোমা উদ্ধার ও নিষ্ক্রিয়করণ দলকে খবর দেওয়া হয়েছে। তারা এলে বিষয়টি সম্পর্কে জানা যাবে। তখন এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া যাবে।