রাজধানীতে সাড়াঁশি অভিযান চালিয়ে মোবাইল চোরচক্রের ২০ সদস্যকে আটক করেছে র‌্যাব-৩
সিএইচটি টিভি ডেস্ক
  • প্রকাশিত : 20-12-2022
ফাইল ছবি : সংগৃহীত

দীর্ঘদিন যাবৎ র‌্যাব-৩ চোরাই ও ছিনতাইকৃত মোবাইল ক্রয় বিক্রয়ের সাথে জড়িত সংঘবদ্ধ চক্রের কার্যক্রমের উপর নজরদারী করে আসছে। এরই ধারাবাহিকতায় গোয়েন্দা কার্যক্রম পরিচালনা করে কতিপয় চোরাই ও ছিনতাইকৃত মোবাইল ক্রয় বিক্রয়কারী চক্রের সন্ধান পায়। এসব অপরাধীদের বিরুদ্ধে বার বার অভিযান পরিচালনা করে বিপুল পরিমান চোরাই ও ছিনতাইকৃত মোবাইল উদ্ধারসহ উক্ত চক্রের শতাধিক অপরাধীকে গ্রেফতার করতে সক্ষম হয়।

 

সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ১৯/১২/২০২২ তারিখ রাতে নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও এলাকাসহ রাজধানীর মোহাম্মদপুর, পল্লবী এবং যাত্রাবাড়ী এলাকায় একযোগে সাড়াঁশি অভিযান পরিচালনা করে সংঘবদ্ধ মোবাইল চোরচক্রের সক্রিয় সদস্য ১। আব্দুল রাজ্জাক (৬০), পিতা-মৃত আব্দুস সামাদ, সাং-কুন্ডেরচর কালু ব্যাপারী কান্দী, থানা-নড়িয়া, জেলা-শরীয়তপুর, ২। মোঃ হাদীদ ইকবাল (৩৫), পিতা-মেজবাহ উদ্দিন, সাং-চর পার্বতী বসুরহাট, থানা-কোম্পানীগঞ্জ, জেলা-নোয়াখালী, ৩। মোঃ মাসুদ (২৮), পিতা-মোঃ মিজান মিয়া, সাং-বালুয়াকান্দি, থানা-দাউদকান্দি, জেলা-কুমিল্লা, ৪। মোঃ রাশেদ ঢালী (৩১), পিতা-মোঃ ছালাম ঢালী, সাং-মহিষকান্দি, থানা-ভেদরগঞ্জ, জেলা-শরীয়তপুর, ৫। মোঃ ইব্রাহীম (৩২), পিতা-মৃত মোঃ আলতাব হোসেন, সাং-লস্তিমানিকা, থানা-মেঘনা, জেলা-কুমিল্লা,  ৬। আরিফুর হোসেন (১৯), পিতা-চৈমত হোসেন, সাং- হাটখলা, থানা-ধামরহাট, জেলা-রাজশাহী, ৭। জাকির তালুকদার (৩৫), পিতা-মৃত আইয়ুব তালুকদার, সাং- চাকদা, থানা-নড়িয়া, জেলা-শরীয়তপুর, ৮। মোঃ জুয়েল (৩০), পিতা-ছানাউল্লা মোল্লা, সাং-হাজীপুর, থানা-ছেংগারচর, জেলা-চাঁদপুর, ৯। মোঃ রাসেল (২৯), পিতা-রফিকুল ইসলাম, সাং-গুলিশা, থানা-চাঁদপুর, জেলা-চাঁদপুর, ১০। মোঃ নজরুল ইসলাম (৩৯), পিতা-মুসলেম প্রধান, সাং-খর্গপুর, থানা-মতলব দক্ষিণ, জেলা-চাঁদপুর, ১১। মোঃ বিল্লাল হোসেন (৩০), পিতা-মৃত আব্দুল হামিদ ব্যাপারী, সাং-শিমুলিয়া ভাঙ্গা, থানা-লৌহজং, জেলা-মুন্সিগঞ্জ, ১২। মোঃ ফেরদৌস রায়হান সাগর (২৪), পিতা-মোঃ আবুল হোসেন মিলন, সাং-ডালবুগঞ্জ, থানা-কলাপাড়া, জেলা-পটুয়াখালী, ১৩। মোঃ সুলতান খান (২০), পিতা-মোঃ ইয়াকুব আলী খান, সাং-বাসা নং-৫৮/বøক-এ/গজনবী রোড, থানা-মোহাম্মদপুর, ডিএমপি, ঢাকা, ১৪। মোঃ সাব্বির (২০), পিতা-মোঃ হারুন অর রশিদ, সাং-বাসা নং-১১৫/বøক-বি/গজনবী রোড, থানা-মোহাম্মদপুর, ডিএমপি, ঢাকা, ১৫। মোঃ আসলাম (৫০) পিতা-মৃত ইদ্রিস, সাং-গজনবী রোড, থানা-মোহাম্মদপুর, ডিএমপি, ঢাকা, ১৬। উজ্জল (২৫) পিতা-মৃত চাঁন মিয়া, সাং-চড় খলিফা, থানা-দৌলতখান, জেলা-ভোলা, ১৭। মোঃ বাচ্চু ঢালি (৩২) পিতা-নাসীর ঢালি, গ্রাম-দঃ কুচিয়া মারা, থানা-রায়পুর,  জেলা-লক্ষিপুর, ১৮। মোঃ সুজন (২৭), পিতা-মোঃ মোশারফ হাওলাদার, সাং-জুজখোলা, থানা-পিরোজপুর, জেলা-পিরোজপুর, ১৯। মোঃ সফিকুল ইসলাম (৩৫), পিতা-মৃত মেজবাহ উদ্দিন সরদার, সাং-সফিপুর, থানা-মুলাদী, জেলা-বরিশাল এবং ২০। মোঃ জহির (২৬) পিতা-মৃত এনায়েত আলী, গ্রাম-জুজখোলা, থানা-পিরোজপুর, জেলা-পিরোজপুরদেরকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত আসামীদের হেফাজত হতে ৬৬৪ টি মোবাইলফোন, ৩০৬ টি মোবাইলের ব্যাটারী এবং নগদ ১০২৭০/-টাকা উদ্ধার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৩। বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৩ এর অধিনায়ক লেঃ কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ, বিজিবিএম, পিবিজিএম, পিএসসি।
    

অধিনায়ক আরো জানান, গ্রেফতারকৃত আসামীরা আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় দীর্ঘদিন ধরে চোরাই এবং ছিনতাইকৃত মোবাইল ক্রয়-বিক্রয় করে আসছে।

 

ধৃত আসামীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

শেয়ার করুন