রাজশাহীতে লুট হওয়া জিনিসপত্র ফেরত দিয়ে যাচ্ছেন লোকজন
সিএইচটি টিভি ডেস্ক
  • প্রকাশিত : 08-08-2024
ফাইল ছবি : সংগৃহীত

অটোরিকশায় কয়েকটি চেয়ার ও সোফা নিয়ে রাজশাহীর নগর ভবনে প্রবেশ করলেন তিন শিক্ষার্থী। আজ বৃহস্পতিবার বেলা ১০টার দিকে সেই জিনিসপত্র খাতায় লিপিবদ্ধ করে নিলেন রেড ক্রিসেন্টের এক সদস্য। এভাবে কয়েকটি সরকারি স্থাপনা থেকে লুট হওয়া মালামাল ফেরত নিয়ে আসছেন স্থানীয় বাসিন্দারা।

জিনিসপত্র সঙ্গে নিয়ে আসা শিক্ষার্থীদের একজন রিফাত। তিনি জানান, গত সোমবার নগর ভবন পুড়িয়ে দিলে পাশে লুট হওয়া জিনিসপত্র বিক্রি করছিলেন কয়েকজন। এতে তিনিসহ বেশ কয়েকজন শিক্ষার্থী বাধা দিলে সেগুলো ফেলে রেখে যান তাঁরা। পরে গতকাল বুধবার তাঁরা (শিক্ষার্থীরা) জানতে পারেন, নগর ভবনের লুট হওয়া জিনিসপত্র ফেরত নেওয়া হচ্ছে। তাই সংগ্রহে রাখা এসব জিনিস নিয়ে এসেছেন।

শেয়ার করুন