শিরোপাজয়ী দুই দলকে প্রধানমন্ত্রীর সংবর্ধনা ও অর্থ পুরষ্কার
সিএইচটি টিভি ডেস্ক
  • প্রকাশিত : 19-06-2022
ফাইল ছবি : সংগৃহীত

দেশের পক্ষে শিরোপাজয়ী দুই ফুটবল দলকে সংবর্ধনা দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ ১৯ জুন (রবিবার) নিজ কার্যালয়ে সংবর্ধনার পাশাপাশি অর্থ পুরস্কারও দেন তিনি।

ঘরের মাঠে অনূর্ধ্ব-১৯  সাফ চ্যাম্পিয়ন শীপে গত বছর ভারতের মেয়েদের হারিয়ে ট্রফি জিতে বাংলাদেশ মেয়ে ফুটবল দল। স্বাধীনতার ৫০ বছর পূর্তিতে দেশের ক্রীড়াঙ্গনের এই সাফল্যে সাফজয়ী এই নারী দলের ২৩ সদস্য পেয়েছে ৫ লাখ করে অর্থ পুরস্কার।

২০২০ সালে ঢাকায় মুজিব বর্ষ আন্তর্জাতিক ফুটবল সিরিজে নেপালকে হারানো জাতীয় পুরুষ ফুটবল দলও সংবর্ধনা পেয়েছেন। সেবার দুই ম্যাচ সিরিজ ১-০ ব্যবধানে জিতে নেন জামাল ভুঁইয়ারা। প্রধানমন্ত্রীর তরফ থেকে সেই সিরিজের চূড়ান্ত স্কোয়াডে থাকা ২৫ ফুটবলার পেয়েছেন ৫ লাখ অর্থ পুরস্কার।


সংবর্ধনা ও অর্থ পুরস্কার পেয়েছেন ফিজিক্যালি চ্যালেঞ্জড ক্রিকেট দলের ১৮ জন খেলোয়াড়। পুরুষ ফুটবল দলের কোচ-কর্মকর্তা আটজন। এছাড়া নারী ফুটবল দলের কোচ কর্মকর্তা ১০ জন এবং ফিজিক্যালি চ্যালেঞ্জড ক্রিকেট দলের চারজন কর্মকর্তাকে ২ লাখ টাকা করে উপহার দিয়েছেন।

শেয়ার করুন