সায়েন্সল্যাবে তিন কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ
সিএইচটি টিভি ডেস্ক
  • প্রকাশিত : 06-03-2023
ফাইল ছবি : সংগৃহীত

রাজধানীর সায়েন্সল্যাব এলাকায় তিনটি ভিন্ন ভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
 

রোববার (৫ মার্চ) দুপুর একটার দিকে এ সংঘর্ষ শুরু হয়। এ ঘটনায় দুই কলেজের বেশ কিছু শিক্ষার্থী আহত হয়েছেন বলে জানা গেছে। সংঘর্ষের সময় ল্যাবএইড হাসপাতালের পেছনের সড়কে (গ্রীন রোড) যানচলাচল বন্ধ হয়ে যায়।

 

বিষয়টি নিশ্চিত করে নিউমার্কেট জোনের সহকারী পুলিশ কমিশনার শাহেন শাহ বলেন, ‘শিক্ষার্থীরা সংঘর্ষে জড়িয়েছে। বড় ধরনের সংঘর্ষ এড়াতে পুলিশ মাঠে রয়েছে। দুপুর পৌনে ২টার দিকে আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের গেটের ভেতর প্রবেশ করিয়ে দেয় পুলিশ। এরপর ২টার দিকে যান চলাচল স্বাভাবিক হয়।

 

শিক্ষার্থীরা জানান, ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের সঙ্গে গন্ডগোল হয়েছে। গত বৃহস্পতিবার (২ মার্চ) আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা ঢাকা কলেজের বাস ভাঙচুর করে। ওই দিন ঢাকা কলেজের শিক্ষার্থীরা আইডিয়াল কলেজে সামনে এসে নাম ফলক খুলে নিয়ে যায়। ওই পুরোনো ঘটনার জেরে আইডিয়ালের কয়েকজন শিক্ষার্থী ঢাকা কলেজের কয়েক শিক্ষার্থীকে মারধর করেছে। এরপর দুই শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষ শুরু হয়। আর আগের ক্ষোভের অংশ হিসেবে সিটি কলেজের শিক্ষার্থীরা আজ সংঘর্ষে জড়িয়ে পড়ে।

 

ঢাকা কলেজের ইংরেজি বিভাগের শিক্ষক রাজীব রায় বলেন, ঢাকা কলেজের বাস ভাঙচুর ও আইডিয়াল কলেজের নামফলক খুলে আনার কারণে আগে থেকেই উত্তেজনা বিরাজ করছিলো। বিষয়টি আঁচ করতে পেরে আমাদের শিক্ষকেরা বেলা সাড়ে ১১টা থেকেই মাঠে ছিলাম। সব শিক্ষার্থীদের নিবৃত্ত করার চেষ্টা করেছি। তারপরও সংঘর্ষে ঢাকা কলেজের এক শিক্ষার্থীর মাথা ফেটে গেছে। তাকে ল্যাবএইডে ভর্তি করা হয়েছে। আরও চার-পাঁচজন ঢাকা কলেজের শিক্ষার্থী ঢাকা মেডিকেলে আঘাত নিয়ে ভর্তি হয়েছে।

 

শেয়ার করুন