দেশে দুই দিনের ব্যবধানে আবার সোনার দাম বেড়েছে। তাতে মূল্যবান এ ধাতুর দামে নতুন আরেকটি রেকর্ড হয়েছে। এ দফায় প্রতি ভরিতে সোনার দাম বেড়েছে ৪ হাজার ১৮৭ টাকা। ফলে ভালো মানের ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম হবে ১ লাখ ৬৩ হাজার ২১৪ টাকা। দেশের বাজারে এটিই এখন পর্যন্ত সোনার সর্বোচ্চ দাম।
বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) আজ শনিবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে সোনার দাম বাড়ানোর কথা জানায়। এতে বলা হয়েছে, স্থানীয় বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) দাম বেড়ে যাওয়ায় দাম সমন্বয় করা হয়েছে। নতুন দাম আগামীকাল রোববার থেকে কার্যকর হবে।
১০ এপ্রিল রাতে সোনার দাম ভরিতে ২ হাজার ৪০৩ টাকা বাড়ানোর কথা জানিয়েছিল বাজুস। তাতে এক ভরি সোনার সর্বোচ্চ দাম দাঁড়ায় ১ লাখ ৫৯ হাজার ২৭ টাকা। সেটিও ছিল দেশের বাজারে সোনার সর্বোচ্চ দামের রেকর্ড, যা আজ ভেঙে গেছে।
বাজুসের নতুন সিদ্ধান্তের ফলে আগামীকাল থেকে প্রতি ভরি ২২ ক্যারেট সোনায় ৪ হাজার ১৮৭ টাকা, ২১ ক্যারেটে ৪ হাজার ১ টাকা, ১৮ ক্যারেটে ৩ হাজার ৪২৯ টাকা ও সনাতন পদ্ধতির সোনায় ২ হাজার ৯২৭ টাকা দাম বাড়বে। তাতে দেশের বাজারে হলমার্ক করা প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) ২২ ক্যারেট মানের সোনা ১ লাখ ৬৩ হাজার ২১৪ টাকা, ২১ ক্যারেট ১ লাখ ৫৫ হাজার ৭৯৬ টাকা, ১৮ ক্যারেট ১ লাখ ৩৩ হাজার ৫৪১ টাকায় বিক্রি হবে। এ ছাড়া সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম বেড়ে হবে ১ লাখ ১০ হাজার ২৭১ টাকা।
আজ পর্যন্ত প্রতি ভরি ২২ ক্যারেট সোনা ১ লাখ ৫৯ হাজার ২৭ টাকা, ২১ ক্যারেট ১ লাখ ৫১ হাজার ৭৯৫ টাকা, ১৮ ক্যারেট ১ লাখ ৩০ হাজার ১১২ টাকা ও সনাতন পদ্ধতির সোনা ১ লাখ ৭ হাজার ৩৪৪ টাকায় বিক্রি হয়েছে।