কাপ্তাইয়ে উদ্ধার ১২টি পান কৌড়ি হস্তান্তর
সিএইচটি টিভি ডেস্ক
  • প্রকাশিত : 15-06-2024
ফাইল ছবি : সংগৃহীত

পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা( ডিএফও) ড. মো.জাহিদুর রহমান মিয়ার নি‌র্দেশে কাপ্তাই রেঞ্জ কর্মকর্তা এএসএম ম‌হি উদ্দিন চৌধুরীর সা‌র্বিক তদার‌কি‌তে বন বিভাগের ওয়াচার মোঃ জয়নাল আবেদীন এর নেতৃ‌ত্বে কাপ্তাই উপ‌জেলাধীন ৪ নং কাপ্তাই ইউনিয়ন এর বিএফআইডি‌সি শিল্প এলাকার মা‌র্কেট এর সাম‌নে থে‌কে গত শুক্রবার রাত ৮. ২৫ টায় ১২ (বার) টি পান কৌ‌ড়ি (ইংরেজি নাম: little cormorant (বৈজ্ঞানিক নাম: Phalacrocorax fuscicollis) উদ্ধার করা হয়।

শেয়ার করুন