রাঙামাটির কাপ্তাইয়ের কর্ণফুলী নদীতে গোসল করতে নেমে উখ্যাইমং (১৭) নামের এক কিশোরের মৃত্যুর ঘটনা ঘটেছে সোমবার (১৩ মার্চ) বিকেলে। উপজেলার ৫নং ওয়াগ্গা ইউনিয়নের শীলছড়ি জেলে ঘাটে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে। নিহত উখ্যাইমং মারমা ওয়াগ্গা ইউনিয়নের শীলছড়ি মারমা পাড়ার মৃত মংওয়াই প্রু মারমার ছেলে।
ওয়াগ্গা ইউপি সদস্য মোহাম্মদ সারোয়ার হোসেন জানান, সোমবার বিকেল প্রায় সাড়ে ৪ টায় শীলছড়ি জেলে ঘাটে গোসল করতে নামলে উখ্যাইমং মারমা পানিতে তলিয়ে যায়। খবর পেয়ে এলাকার স্থানীয় ইউপি সদস্যসহ জেলেরা তল্লাশি চালিয়ে মাছের জাল দিয়ে নদী থেকে কিশোরটিকে উদ্ধার করে কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কাপ্তাই থানা পুলিশ সূত্র জানায়, ওইদিনই লাশটি হাসপাতাল থেকে থানায় আনা হয়েছে। মঙ্গলবার সকালে মৃতদেহটি ময়নাতদন্তের জন্য রাঙামাটি হাসপাতালে প্রেরণ করা হয়। এবং ময়না তদন্ত শেষে পরিবারের সদস্যদের নিকট লাশ হস্তান্তর করা হবে।