রাঙামাটির কাপ্তাই উপজেলার কাপ্তাই-চট্টগ্রাম মূল সড়কের সাথে লাগোয়া ওয়াগগা মৌজার অধীনে সরকারি খাসজমি উদ্ধার করলেন কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুনতাসির জাহান।
দীর্ঘ বহুবছর ধরে সরকারের ১ নং খাস খতিয়ানভূক্ত এই ০.৫০ একর ১ম শ্রেণির জমি একটি প্রতিষ্ঠানের দখলে ছিলো।কর্ণফুলী নদীর তীরবর্ত্তী এবং কাপ্তাই- চট্টগ্রাম মূল সড়কের পাশেই এ জমির অবস্থান।রেকর্ড পত্রাদি পর্যবেক্ষণ করে ইউএনও, তিনি নিজেই আবার সহকারী কমিশনার ভূমি হিসেবে অতিরিক্ত দায়িত্ব পালন করে আসছেন, তিনি এ ভূমির অনুসন্ধান করেন। পরবর্তীতে গত বুধবার এসিল্যান্ড অফিসের কানুনগো, সার্ভেয়ার, হেডম্যানসহ গিয়ে উক্ত ভূমি চিহ্নিত ও পরিমাপ করে সাইনবোর্ড দিয়ে সরকারের আয়ত্তে নিয়ে আসেন। এই ভুমির বর্তমান বাজারমূল্য আনুমানিক দুই কোটি টাকা।