আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাঙামাটি সংসদীয় আসনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী দীপংকর তালুকদার এর নৌকা মার্কার সমর্থনে বাংলাদেশ ছাত্রলীগ কাপ্তাই উপজেলার ৪ নং কাপ্তাই ইউনিয়ন শাখার উদ্যোগে রবিবার বিকেল ৪ টায় কাপ্তাই অবকাশ ক্লাবে কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে।
কাপ্তাই ইউনিয়ন ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ রনির সভাপতিত্বে সাধারণ সম্পাদক মোঃ ফাহিম আব্দুল্লাহ’র এর সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাপ্তাই উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি প্রকৌশলী আবদুল লতিফ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কাপ্তাই উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি কাজী মাকসুদুর রহমান বাবুল, যুগ্ম সম্পাদক আব্দুল ওহাব, তথ্য সম্পাদক আবুল কাশেম, সদস্য এরশাদুল কবির চৌধুরী, বদরুল আলম জিপু,মোশারফ হোসেন, মীর মহসিন, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কাজী শামসুল ইসলাম আজমির, সাধারণ সম্পাদক আকতার আলম, যুগ্ম সম্পাদক কাজী রকিবুর রহমান মুন্না, সাংগঠনিক সম্পাদক শাখাওয়াত হোসেন, কাপ্তাই ইউনিয়ন শাখার সাবেক সভাপতি আকরাম হোসেন, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এম নুর উদ্দিন সুমন, বর্তমান সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন ফরহাদ, সাংগঠনিক সম্পাদক সুইথি অং মারমা, ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মোঃ ইলিয়াস সহ কাপ্তাই ইউনিয়ন ও উপজেলা ছাত্রলীগের নেতৃবৃন্দ।
বক্তারা আগামী সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী দীপংকর তালুকদারকে নৌকা মার্কায় জয় করার জন্য ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান।