নারীদের অর্থনৈতিক উন্নয়ন বৃদ্ধির লক্ষ্যে ৩ দিনব্যাপী কর্মশালা
সিএইচটি টিভি ডেস্ক
  • প্রকাশিত : 04-04-2024
ফাইল ছবি : সংগৃহীত

জুরাছড়ি উপজেলার ৫৪ জন উপজাতীয় নারীদের নিয়ে তিন দিনের প্রশিক্ষণ কর্মশালা ১ লা এপ্রিল থেকে জেলা পরিষদ বিশ্রামাগাড়ে শুরু হয়েছে।  FIME অর্থায়নে তিন দিনের কর্মশালা আয়োজন বেসরকারি উন্নয়ন সংস্থা প্রোগ্রেসিভ। 

কর্মশালায় নারীদের কেঁচো কম্পোস্ট, কম্পোস্ট, কুইক কম্পোস্ট সার কিভাবে তৈরী করে উৎপাদন করা যায় সে বিষয়ে হাতে কলমে প্রশিক্ষণ প্রদান করা হয়। 

প্রশিক্ষণ প্রদান করেন উপজেলা সহকারি কৃষি কর্মকর্তা মোহাম্মদ হারুন -অর রশিদ ভূঁঞা। 

প্রোগ্রেসিভ এর টেকনিক্যাল অফিসার সুরো চাকমা বলেন, প্রোগ্রেসিভ নারীরা যাহাতে নিজেরা অর্থনৈতিক ভাবে স্বাবলম্বী হতে পারে সে লক্ষে এসব প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। আগামীতে ও এসব প্রশিক্ষণ চলমান থাকবে।

শেয়ার করুন