পাহাড়ে মাঝে মধ্যে পাতানো খেলা হয়, সংঘাতের নাটক সাজানো হয়। এই নাটক যতদিন বন্ধ হবে না ততদিন শান্তি চুক্তি বাস্তবায়ন হবে না।
রাঙামাটিতে বিজু, সাংগ্রাই, বৈসু, বিষু, চাংক্রান, বিহু উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে চাকমা রাজা ব্যারিস্টার দেবাশীষ রায় এ কথা বলেন।
আজ বুধবার (১০ এপ্রিল) সকালে রাঙামাটি পৌরসভা প্রাঙ্গণে এ উৎসবের উদ্বোধন করেন জাতীয় মানবাধিকার কমিশনের সাবেক সদস্য নিরূপা দেওয়ান।
রাজা ব্যারিস্টার দেবাশীষ রায় বলেন, আমরা মাথা করার জাতি নই। আমাদের অনেক ত্যাগ আছে, বঞ্চনা আছে, দুঃখ আছে। আমরা জুম্ম জাতি হিসেবে, বাংলাদেশি হিসেবে মাথা উঁচু করে বাঁচতে চাই। আমাদের দেখানো পথেই ভবিষ্যৎ প্রজন্মকে হাটতে হবে।
সাংগ্রাই, বৈসু, বিষু, চাংক্রান, বিহু উদযাপন কমিটির আহবায়ক প্রকৃতি রঞ্জন চাকমার সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক সাংসদ উষাতন তালুকদার, এ্যাডভোকেট সুস্মিতা চাকমা, এ্যাডভোকেট চঞ্চু চাকমা প্রমূখ।
এর আগে অনুষ্ঠানের শুরুতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর বিভিন্ন সম্প্রদায়ের স্থানীয় শিল্পীরা ঐতিহ্যবাহী মনোজ্ঞ নৃত্য পরিবেশন করেন। পরে পৌরসভা প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।