রাঙ্গামাটির অতি:পুলিশ সুপার মারুফ আহমেদ’র এসপি পদে পদোন্নতি
সিএইচটি টিভি ডেস্ক
  • প্রকাশিত : 09-11-2023
ফাইল ছবি : সংগৃহীত

রাঙ্গামাটি পার্বত্য জেলায় কর্মরত অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) ও ২৮তম বিসিএস (পুলিশ) ক্যাডার কর্মকর্তা মারুফ আহমেদ পুলিশ সুপার পদে পদোন্নতি পেয়েছেন।  ৬ নভেম্বর, সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ হতে এই পদোন্নতি সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্তিতে রাঙ্গামাটি পার্বত্য জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মারুফ আহমেদ মহোদয়কে আজ রাঙ্গামাটি জেলা পুলিশের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান রাঙ্গামাটি পার্বত্য জেলার পুলিশ সুপার মীর আবু তৌহিদ, বিপিএম (বার)।

এসময় পুলিশ সুপার মহোদয় পদোন্নতি প্রাপ্ত পুলিশ কর্মকর্তার উত্তরোত্তর সফলতা কামনা করেন।

এসময় রাঙ্গামাটি জেলা পুলিশের ঊধ্বর্তন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন