বাঘাইছড়ির বিভিন্ন ইউনিয়নে দীপংকর তালুকদারের নির্বাচনী প্রচারণা
সিএইচটি টিভি ডেস্ক
  • প্রকাশিত : 21-12-2023
ফাইল ছবি : সংগৃহীত

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে রাঙামাটির বাঘাইছড়িতে শুরু হয়েছে নৌকার নির্বাচনী প্রচারণা।

আজ বুধবার (২০ ডিসেম্বর) দ্বিতীয় দিন সকালে রাঙ্গামাটি ২৯৯নং আসেন নৌকার মনোনীত প্রার্থী দীপংকর তালুকদার ও তার সফর সঙ্গী দের নিয়ে বাঘাইছড়ি উপজেলা বটতলী মাজার পরিদর্শন করে, পরে ল্যাল্লেগোনা হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উলুচড়ি উচ্চ বিদ্যালয় মাটে পথ সভা মিলিত হয়, পড়ে পাবলাখালী বৌদ্ধ বিহারে প্রার্থনা করে খেদারমারা ইউনিয়নে দুড়চড়ি বাজারে বিশাল জনসভা করে।

এ সময় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগ সহ-সভাপতি বৃষ কেতু চাকমা, জেলা আওয়ামী লীগের যুগ্ম সস্পাদক সন্তোষ কুমার চাকমা, জেলা আওয়ামী লীগ সদস্য আশীষ কুমার চাকমা নব, মো: আবু তৈয়ব, রাঙ্গামাটি পৌরসভা মেয়র মো: আকবর হোসেন চৌধুরী, বাঘাইছড়ি পৌরসভা মেয়র মো: জমির হোসেন,জেলা সেচ্ছসেবক লীগের সাধারণ সম্পাদক জনাব মোঃ শাহজাহান, জেলা মহিলা নেত্রী, জেলা ছাত্র লীগের সাধারণ সম্পাদক প্রকাশ চাকমা, নবরত্ন বৌদ্ধ বিহার অধ্যক্ষ্য আর্যকীর্তি স্থবির, তুলাবান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জ্ঞান রঞ্জন চাকমা, মারিশ্যা ইউনিয়নের কার্বারী আলোক বিকাশ খীসা উপজেলা বিভিন্ন ইউনিয়নের নেতা কর্মীরা।

মত বিনিময় সভায় দীপংকর তালুকদার বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর থেকে পাহাড়ে প্রতিটি সেক্টরে উন্নয়ন কাজ সম্পাদনের পাশাপাশি এখানে সকল সম্প্রদায়ের মধ্যে সাম্প্রদায়িক সম্প্রীতি সুদৃঢ় হয়েছে। উন্নয়নের ধারা অব্যাহত রাখাসহ পাহাড়ে সকল সম্প্রদায়ের সস্প্রীতি অটুট রাখতে তিনি আবারো নৌকা মার্কায় ভোট দিতে সকলের প্রতি আহবান জানান।
পরে তিনি আমতলী ইউনিয়নে জনসভায় যোগ দেন।

শেয়ার করুন