রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার মারিশ্যা মাঝিপাড়া সীমান্ত সড়কের কচুছড়ি এলাকায় পিক-আপ উল্টে জিকু চাকমা (১৪) নামে এক নারী মারা গেছে। এই ঘটনায় অন্তত ৭ জন গুরতর আহত হয়েছে। সোমবার(১৫ এপ্রিল ) বিকেলে এই দুর্ঘটনা ঘটে। নিহত জিকু চাকমা খাগড়াছড়ি জেলার মহালছড়ি উপজেলার মৃত টিউটন চাকমার মেয়ে।
বাঘাইছড়ি ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান প্রিয় বিকাশ চাকমা জানান মহালছড়ি থেকে ধর্মীয় কাজে পিক-আপ যোগে ১৫-২০ জনের একদল পূর্ণার্থী কচুছড়ি মিলনপুর স্যামোক মার্ক ভাবনা কুটির থেকে ফেরার পথে পিক-আপ (চটমেট্রো-ন ১১৪৯৭৯) নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়।
পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে বাঘাইছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক জিকু চাকমা (১৪) কে মৃত ঘোষণা করেন। আহতরা হলেন পহেলি চাকমা (৩৫), রুপেন্টু চাকমা (৩৫), শিলা চাকমা (৩৪), প্রদীব, চাকমা (৫৮), বাবুধন চাকমা (৪৫), গাড়ির চালক, অজ্ঞাত (গুরতর আহত)।
আহতদের সবাই খাগড়াছড়ি মহালছড়ির বাসিন্দা। বাঘাইছড়ি থানার অফিসার ইনচার্জ ইশতিয়াক আহম্মেদ দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেন।