পবিত্র রমজান মাসে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমুল্য নিয়ন্ত্রণে রাখতে মাঠে নেমেছে রাঙামাটি জেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত।
শনিবার (১ এপ্রিল) সকালে রাঙামাটি শহরের ৩টি প্রধান বাজারে ভ্রাম্যামান আদালত পরিচালনা করেন রাঙামাটি জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আব্দুল্লাহ আল মাহামুদ।
এ সময় তিনি বাজারের বিভিন্ন দোকানে পণ্যের মূল্য তালিকা না থাকায় বেশ কয়েকটি দোকানীকে সর্তক করে দেন।
এছাড়া বনরূপা বাজারের কাঁচা বাজার এলাকার দুটি দোকানে কাপড়ের মূল্য বেশী রাখায় ২ দোকানীকে জরিমানা করেন এবং এক তরমুজ ব্যবসায়ীকে জরিমানা করেন ভ্রাম্যমান আদালত।
এ সময় রাঙামাটি জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট বিজন কুমার জোয়ারদার, রাঙামাটি কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফুল আমিন আরিফসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
এলাকার সাধারণ মানুষ বাজার নিয়ন্ত্রণে প্রতিনিয়ত রাঙামাটি জেলা প্রশাসনসহ সকল প্রশাসনের বাজার মনিটরিং জোরদার করার দাবী জানান।