রাঙামাটিতে রাবিপ্রবি’র বি ইউনিটের গুচ্ছভর্তি পরীক্ষায় অনুপস্থিত-৭৪৭
সিএইচটি টিভি ডেস্ক
  • প্রকাশিত : 04-05-2024
ফাইল ছবি : সংগৃহীত

রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের তত্ত্বাবধানে জিএসটি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটের ভর্তি পরীক্ষা শুক্রবার (৩রা মে-২০২৪) রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেন্দ্র ও ২টি উপ-কেন্দ্রে শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার সকাল ১১:০০ টা থেকে দুপুর ১২:০০টা পর্যন্ত সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। সর্বমোট ২,৭৪৪ জন পরীক্ষার্থীর মধ্যে ১,৯৯৭ জন উপস্থিত এবং ৭৪৭ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন এবং উপস্থিতির হার ৭২.৭৮% বলে জানিয়েছে বিশ^বিদ্যালয় কর্তৃপক্ষ।  

বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. সেলিনা আখতার, প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. কাঞ্চন চাকমা, রেজিস্ট্রার মোহাম্মদ ইউসুফ এবং প্রক্টর (ভারপ্রাপ্ত) ও ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগের চেয়ারম্যান ড. নিখিল চাকমা এবং জিএসটি গুচ্ছভুক্ত ভর্তি পরীক্ষার ই ইউনিটের ফোকাল পয়েন্ট ও বিজ্ঞান অনুষদের ডীন সহকারী অধ্যাপক ধীমান শর্মা পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন। এছাড়াও তিনি দায়িত্বরত পর্যবেক্ষক, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও পরীক্ষার্থীদের সাথে কুশল বিনিময় করেন।   

ই ইউনিটের ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ায় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড.সেলিনা আখতার জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, উপকেন্দ্র প্রধান, উপ-কেন্দ্র সমন্বয়ক, পর্যবেক্ষক, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী, স্বেচ্ছাসেবক এবং গণমাধ্যমকর্মীসহ সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।  

আগামী ১০ মে ২০২৪ তারিখ ঈ ইউনিটের ভর্তি পরীক্ষা সকাল ১১:০০ টা থেকে দুপুর ১২:০০টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। 

শেয়ার করুন