চলতি বছরে পার্বত্য জেলা রাঙামাটিতে ৮১ হাজার ২২৪ জন শিশুকে ভিটামিন “এ প্লাস” ক্যাপসুল খাওয়ানো হবে। জেলায় ১ হাজার ৩১৪ টি কেন্দ্রের মাধ্যমে আগামী ১২ ডিসেম্বর থেকে এই কার্যক্রম শুরু হবে।
আজ(বুধবার) দুপুরে রাঙামাটি সিভিল সার্জন কার্যালয়ে সাংবাদিক ওরিয়েন্টেশন কর্মশালায় এই তথ্য জানান সিভিল সার্জন ডাঃ নিহার রঞ্জন নন্দী।
জাতীয় পুষ্টি সেবা স্বাস্থ্য অধিদপ্তর, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এবং রাঙামাটি জেলা সিভিল সার্জন অফিস এ অনুষ্ঠানের আয়োজন করে।
সভায় ডেপুটি সিভিল সার্জন ডাঃ শিবলী শফিউল্লাহ, রাঙামাটি প্রেসক্লাবের সভাপতি সাখাওয়াৎ হোসেন রুবেল, গিরিদর্পণ সম্পাদক মকছুদ আহমদ, রাঙামাটি রিপোর্টার্স ইউনিটির সভাপতি সুশীল প্রসাদ চাকমা বক্তব্য রাখেন।
সিভিল সার্জন ডাঃ নিহার রঞ্জন নন্দী কর্মশালায় জানান, জেলায় এবার ৬-১১ মাস বয়সী ৯ হাজার ৩৫৯ জন শিশুকে নীল রঙের এবং ১২-৫৯ মাস বয়সী ৭১ হাজার ৮৩৯ জন শিশুকে লাল রঙের টিকা খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারন করা হয়েছে।