বান্দরবান শহরে আঙুরের নামে মনাক্কা বিক্রি করার কারনে এক ব্যবসায়িকে ৪ হাজার টাকা আর্থিক জরিমানা করেছে ভোক্তা অধিকার ও সংরক্ষণ অধিদপ্তর।
পাহাড়বার্তা’র পরিবেশিত এক সংবাদের কারনে এই অভিযান পরিচালনা করেন বলে বান্দরবান ভোক্তা অধিকার ও সংরক্ষণ অধিদপ্তরের অতিরিক্ত দায়িত্ব প্রাপ্ত সহকারি পরিচালক রানা দেবনাথ পাহাড়বার্তা’কে বিষয়টি নিশ্চিত করেন।
আজ বুধবার দুপুরে ভোক্তা অধিকার ও সংরক্ষণ অধিদপ্তর এর একটি দল জেলা শহরের বাজারের মাদ্রাসা শপিং কমপ্লেক্সের পাশের তৌহিদ স্টোরে অভিযান পরিচালনা করে। এসময় দোকানে ফলের নামসহ মূল্য তালিকা প্রদর্শন না করা এবং মনাক্কাকে আঙুর বলে বিক্রি করার অভিযোগে ৪ হাজার টাকা জরিমানা ও সেই সাথে সব ফল ব্যবসায়িকে মূল্য তালিকা প্রদর্শন করার নির্দেশনা প্রদান করে সতর্ক করা হয়।
প্রসঙ্গত, গত ১০ জুন পার্বত্য জেলার অন্যতম জনপ্রিয় নিউজ পোর্টাল পাহাড়বার্তায় “বান্দরবানে আঙুরের নামে বিক্রি হচ্ছে মনাক্কা” শিরোনামে বিশেষ প্রতিবেদন প্রকাশ করলে ভোক্তারা এই ব্যাপারে যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষন করেন।