বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার সীমান্তের ঘুমধুম তদন্ত কেন্দ্র পুলিশের মাদক বিরোধী অভিযানে দুই হাজার ইয়াবাসহ দুই রোহিঙ্গাকে আটক করেছে পুলিশ।
আজ শুক্রবার (১৪ জুন) সকাল সাড়ে এগারটার দিকে এসআই পাভেল মল্লিকের সঙ্গীয় ফোর্সের সহায়তায় দুই হাজার ইয়াবাসহ উখিয়া টিভি টাওয়ারসংলগ্ন ঘুমধুম ইয়াহিয়া গার্ডেনের প্রবেশ মুখে দুই রোহিঙ্গাকে আটক করতে সক্ষম হয় পুলিশ।
আটককৃত রোহিঙ্গারা হল, উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প ৮ ব্লক বি ২২, ইয়াসিনের পুত্র সিরাজ উদ্দিন(২০), ক্যাম্প ৮, ব্লক বি:৫২, মোস্তাক আহাম্মদের পুত্র জাহেদ হোসেন (৪৫)।