বান্দরবান জেলার লামা উপজেলায় খালের পানিতে পড়ে মো. মোমিন (৩৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। উপজেলার রুপসীপাড়া ইউনিয়নের দুর্গম পাহাড়ি মুসলিম পাড়ায় শুক্রবার দুপুরে ঘটনাটি ঘটে। মৃত মোমিন মুসলিম পাড়ার বাসিন্দা মো. সোবহানের ছেলে।
স্থানীয় সূত্র জানায়, আজ শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে মোমিন বাড়ি সংলগ্ন লামা খালে গোসল করতে যান। এ সময় খালের পানিতে নেমে আর উঠতে পারেনি মোমিন। পরে খবর পেয়ে স্থানীয়দের সহায়তায় স্বজনেরা মোমিনকে দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে দাযিত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ দিকে মৃতের পরিবারের বরাত দিয়ে রুপসীপাড়া ইউনিয়ন পরিষদ সদস্য মো. শাহা আলম বলেন, মোমিন মৃগী রোগী ছিলেন। তিনি প্রতিবন্ধী ভাতাও পেতেন। শুক্রবার দুপুরে খালে গোসল করতে গেলে রোগটি দেখা দিলে পানিতে পড়ে মোমিনের মৃত্যু হয়।
পানিতে ডুবে প্রতিবন্ধী মোমিনের মৃত্যুর সত্যতা নিশ্চিত করে লামা থানা পুলিশের অফিসার ইনচার্জ মোহাম্মদ শহীদুল ইসলাম চৌধুরী বলেন, কারো কোন অভিযোগ না থাকায় লাশ দাফনের জন্য স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।