নাইক্ষ্যংছড়িতে বালু উত্তোলন ও পাহাড় কাটার দায়ে ২ লাখ টাকা জরিমানা
সিএইচটি টিভি ডেস্ক
  • প্রকাশিত : 11-05-2024
ফাইল ছবি : সংগৃহীত

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুমের আজুখাইয়া এলাকায় আজুখাইয়া খাল থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে দুই লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

গত বৃহস্পতিবার (৯ মে) বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাকারিয়া এই অর্থদণ্ড দেন। অনাদায়ে তাদেরকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়। অন্য দিকে একটি সূত্রে জানা যায়, একি এলাকায় একি সময়ে অবৈধভাবে পাড়ার কাটায় একটি স্কেভেটর গাড়ী জব্দ করা হয় এবং পরিবেশ অধিদপ্তরকে আইনানুগ ব্যবস্থা নেয়ার জন্য নির্দেশনা দেন ইউএনও মুহাম্মদ জাকারিয়া।

বৃহস্পতিবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করে ইউএনও মুহাম্মদ জাকারিয়া জানান, সরকারি নির্দেশ অমান্য করে বালু ব্যবসায়ীরা আজুখাইয়া খাল থেকে প্রতিদিন বালু উত্তোলন করে আসছিলেন। বারবার সতর্ক করার পরেও কর্ণপাত না করে ব্যবসায়ীরা নিজেদের স্বার্থে বালু উত্তোলন কাজ অব্যাহত রাখেন।

পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বালু ব্যবসায়ীকে দুই লাখ টাকা জরিমানা করা হয়। পরিবেশ রক্ষায় অবৈধ বালু ব্যবসায়ীদের বিরুদ্ধে সবসময় সতর্ক দৃষ্টি রাখবে বলেও জানা ইউএনও।

শেয়ার করুন