রাঙামাটির কাপ্তাই থানা পুলিশ এর অভিযানে কুমিল্লার চৌদ্দগ্রাম বাতিসা বাজার এলাকা হতে গ্রেফতারী পরোয়ানাভুক্ত আসামী হাবিবুল ইসলাম মনাকে গ্রেফতার করেছে কাপ্তাই থানা পুলিশ। তাঁর বিরুদ্ধে কাপ্তাই থানায় জিআর ১০৩/১৬ মামলা রয়েছে বলে জানান কাপ্তাই থানার ওসি আবুল কালাম।
ওসি আরোও জানান, থানার এএসআই খোরশেদ আলম, মোঃ লিটন মিয়া, সঙ্গীয় ফোর্সসহ আজ শনিবার কুমিল্লার চৌদ্দগ্রাম এর বাতিসা বাজার এলাকা থেকে অভিযান চালিয়ে গ্রেফতারী পরোয়ানাভুক্ত আসামী মোঃ, হাবিবুল ইসলামকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানান, গ্রেফতার পূর্বক আসামীকে শনিবার রাঙামাটি আদালতে প্রেরণ করা হয়েছে।