বান্দরবানে বিভিন্ন কর্মসূচীর মধ্যে দিয়ে বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী (প্লাটিনাম জয়ন্তী) পালিত হয়েছে।
রবিবার (২৩ জুন) সকালে বান্দরবান জেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। পরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি বীর বাহাদুর উশৈসিং এমপি, জেলা আওয়ামী লীগের সভাপতি ক্য শৈ হ্লা, সাধারণ সম্পাদক লক্ষপদ দাশ সহ দলীয় নেতৃবৃন্দ।
এদিকে দুপুরে গরিব ও অসহায়দের মাঝে খাবার বিতরণ করে জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ।