বান্দরবানে আবার বেড়েছে করোনার প্রকোপ। গেল ২৪ঘন্টায় জেলায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছে আরো ৩৮জন।
নতুন আক্রান্তদের মধ্যে বান্দরবান সদরে ২৯জন,রোয়াংছড়িতে ১জন,লামা উপজেলায় ৬জন এবং নাইক্ষ্যংছড়ি উপজেলার ২জন রয়েছে। এই নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা ২হাজার ৫শত ৩২জন আর করোনা আক্রান্ত হয়ে এই পর্যন্ত ১৪জন মৃত্যুবরণ করেছে।
বান্দরবানের সিভিল সার্জন ডা:অং সুই প্রু মারমা জানান, বান্দরবানে নতুন করে আরো ৩৮জন করোনায় আক্রান্ত হয়েছে। তিনি আরো বলেন, জেলায় এই পর্যন্ত ২হাজার ৫শত ৩২জন করোনা আক্রান্ত হলে ও চিকিৎসা শেষে ২হাজার ৩শত ৬১ জন সুস্থ হয়ে ওঠেছে।
এদিকে ২য় বারের মতো করোনায় আক্রান্ত হয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি, তাছাড়া পার্বত্যমন্ত্রীর একমাত্র কণ্যা ভেনাস, সহধর্মিনী মেহ্লা প্রু করোনায় আক্রান্ত হয়েছেন। করোনার উপসর্গ দেখা যাওয়ার পর পার্বত্যমন্ত্রী বীর বাহাদুরসহ পরিবারের সদস্যরা ঢাকার মহাখালী আইসিডিআর ল্যাবে করোনা পরীক্ষা করালে ২০ জানুয়ারী ( বৃহস্পতিবার) রাতে তাদের রিপোর্ট পজেটিভ আসে। বর্তমানে ঢাকার বেইলী রোডস্থ মিনিস্টার্স এপার্টমেন্ট এর বাসায় চিকিৎসাধীন রয়েছেন মন্ত্রী ,তার সহধর্মীনি এবং কন্যা।