খাগড়াছড়ি কৃষি গবেষণা কেন্দ্র থেকে শ্রমিকের লাশ উদ্ধার
সিএইচটি টিভি ডেস্ক
  • প্রকাশিত : 15-06-2024
ফাইল ছবি : সংগৃহীত

খাগড়াছড়ি জেলার রামগড় উপজেলার পাহাড়ঞ্চল কৃষি গবেষণা কেন্দ্র থেকে আবু মিয়া (৫৭) নামে এক শ্রমিকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

রামগড় থানার ওসি মো. মনির হোসেন জানান, আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে গবেষণা কেন্দ্রের টাওয়ার টিলা এলাকা থেকে আবু মিয়া নামে ওই শ্রমিকের লাশ উদ্ধার করেন তারা।

নিহত আবু মিয়া রামগড় উপজেলার ১ নম্বর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড নুরপুর এলাকার আমির হোসেনের ছেলে।

আবু মিয়া দীর্ঘদিন যাবত কৃষি গবেষণায় নিয়মিত শ্রমিক হিসেবে কর্মরত ছিলো, বুধবার সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ডিউটিতে থাকার কথা ছিলো। কিন্তু সে দুপুরের পর ডিউটিরত অবস্থায় নিখোঁজ হন, তার নিখোঁজ হওয়ার খবর ছড়িয়ে পড়লে বাগান কর্তৃপক্ষ খোঁজাখুঁজি শুরু করলে আজ সকালে টাওয়ার টিলার জঙ্গলে তার লাশ পাওয়া যায়। এ ঘটনায় বাগান কর্তৃপক্ষ ও স্থানীয়রা থানা পুলিশকে খবর দিলে এসআই মহসিন মোস্তফাসহ তার সঙ্গীয় ফোর্স ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানা নিয়ে যায়।

ঘটনার বিষয়টি নিশ্চিত করে রামগড় থানার (ওসি) তদন্ত মনিরুল ইসলাম বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে প্রেরণ করা হচ্ছে। তদন্ত চলছে, মামলার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।


 

শেয়ার করুন