রামগড়ে প্রধানমন্ত্রীর উপহারের ঘর পাচ্ছে আরও ৮১টি পরিবার
সিএইচটি টিভি ডেস্ক
  • প্রকাশিত : 08-06-2024
ফাইল ছবি : সংগৃহীত

খাগড়াছড়ি জেলার রামগড়ে পঞ্চম পর্যায়ের দ্বিতীয় ধাপে জমি সহ ঘর পাচ্ছে আরও ৮১টি ভূমি ও গৃহহীন পরিবার। আগামী ১০ জুন আনুষ্ঠানিক ভাবে তাদের ঘরের চাবি ও ভূমির দলিল হস্তান্তর করা হবে।

আজ বৃহস্পতিবার (৬ জুন) দুপুরে প্রেস ব্রিফিং করে উপজেলা নির্বাহী অফিসার মমতা আফরিন সাংবাদিকদের এসব তথ্য জানান।

এসময় তিনি বলেন, রামগড়ে ১ম, ২য়, ৩য় ও ৪র্থ পর্যায়ে এখন পর্যন্ত ৫৪১টি গৃহহীন ও ভূমিহীন পরিবারকে দুই শতক জমি সহ আশ্রয়ন প্রকল্পের ঘর নির্মাণ করে দেওয়া হয়েছে। যার মধ্যে রামগড় পৌরসভায় ৮৬টি, রামগড় ইউনিয়নে ২৩৮টি, এবং পাতাছড়া ইউনিয়নে ২১৭টি।

এবার পঞ্চম পর্যায়ে ২য়-ধাপের ১৭০টি ঘরের মধ্যে আগামী (১০ই জুন) ৮১টি ঘরের চাবি ও দলিল হস্তান্তর করা হবে। এই ধাপে রামগড় পৌরসভায় ৬৯টি, রামগড় ইউনিয়নে ৫৫টি এবং পাতাছড়া ইউনিয়নে ৪৬টি। বাকি ৮৯টি ঘরের কাজ নির্মাণ কাজ এখনো শেষ পয্যায়ে আছে।

তিনি আরো জানান এ সকল সুবিধাভোগীদের জন্য রয়েছে বিদ্যুৎ সংযোগ সহ নিরাপদ সুপেয় পানির ব্যবস্থা, রাস্তা, কমিউনিটি সেন্টার, পুকুর, খেলার মাঠসহ অন্যান্য সুযোগ-সুবিধা।

প্রেস ব্রিফিংয়ে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ইসমত জাহান তুহিন, স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সংবাদকর্মীরাও উপস্থিত ছিলেন।


 

শেয়ার করুন